ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মধুখালীতে ১১৫৭ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
মধুখালীতে ১১৫৭ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার গ্রেফতার সোহেল খান

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে এক হাজার ১৫৭ ইয়াবা ট্যাবলেটসহ সোহেল খান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল ওই এলাকার শাজাহান খানের ছেলে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলালউদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ১ হাজার ১৫৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।