ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র, প্রতারক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র, প্রতারক আটক

খুলনা: সেনাবাহিনীতে চাকরির নাম করে ভুয়া নিয়োগপত্র দেওয়া নুরুল ইসলাম নোমের এক প্রতারককে আটক করেছে র‍্যাব-৬।  

শনিবার (২৭ আগস্ট) র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।

প্রতারক মো. নুর ইসলাম (৪৬) খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের চেক ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ জানতে পারে ডুমুরিয়া এলাকায় চাকরি দেওয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে কিছু ভুয়া নিয়োগপত্র দিয়েছেন। র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল রাত সাড়ে ৯টায় ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. নুর ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্র ২টি, ১ পাতা চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।