ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাধবপুরে শিল্পবর্জ্যে মরছে মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
মাধবপুরে শিল্পবর্জ্যে মরছে মাছ মাধবপুরের বিভিন্ন স্থানে মরে ভেসে উঠছে মাছ। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে শিল্প বর্জ্য ও কেমিক্যাল হাওরের পানিতে মিশে মাছ মরে ভেসে উঠছে। উপজেলার সোনাই ও খাস্টি নদীসহ মাহমুদপুরের প্লাবন ভূমিতে এ শিল্পবর্জ্য ও কেমিক্যাল মিশছে বলে জানিয়েছে মৎস্য সম্প্রসারণ অধিদফতর।


 
মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু আসাদ ফরিদুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুল্লা ব্রিজ থেকে মাহমুদপুরের প্লাবন ভূমি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে পানিতে মরা মাছ ভেসে উঠে। এটি শুধু রাস্তার পাশের দৃশ্য। তবে হাওরে মাছ মরে যাওয়ার পরিমাণ আরও বেশি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি।
 
এ কর্মকর্তা বলেন, নিয়মানুযায়ী বিষাক্ত বর্জ্য একটি প্রক্রিয়ার মাধ্যমে বাইরে নির্গত করতে হয়। কিন্তু শিল্প কারখানাগুলো সেই নিয়ম অনুসরণ না করে বর্জ্য ও বিষাক্ত কেমিক্যাল সরাসরি জলাভূমিতে ছেড়ে দিচ্ছে। এনিয়ে পরিবেশ অধিদফতরের জরুরি উদ্যোগ প্রয়োজন।
 
যোগাযোগ করা হলে হবিগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আমাদের জনবল কম থাকার কারণে এখনও হবিগঞ্জের সবগুলো শিল্প কারখানা পরিদর্শন করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেব।  
 
হবিগঞ্জ জেলা মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট উৎপাদনের বছরে ৫ টন মাছ উদ্বৃত্ত থাকে। শিল্পবর্জ্যে এমন প্রভাব মৎস্য সম্পদের জন্য অশনি সংকেত। এ বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
 
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।