ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুটবলার আব্দুল হাকিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ফুটবলার আব্দুল হাকিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিমের মৃত্যুতে গভীর শোক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে জাতি একজন অন্যতম ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (২৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ আবদুল হাকিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য শেখ আবদুল হাকিমের শেষ জীবন কেটেছে অনেক কষ্টে। ব্রেন স্ট্রোকের পর তার একটি চোখ প্রায় নষ্ট হয়েছিল। গত কয়েক মাস কথা বলতে পারতেন না এবং নল দিয়ে তাকে খাওয়াতে হতো। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

হাকিম স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ে খেলা শুরু করেন শেখ আবদুল হাকিম। পাকিস্তান যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে প্রথম জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৭৫ সালের মারদেকা কাপের দলেও ছিলেন। স্বাধীনতার পর তিনি ওয়াপদা, ওয়ারীতে খেলতেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।