ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ৫ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
গাইবান্ধায় ৫ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গাইবান্ধা: গাইবান্ধায় পাঁচটি অবৈধ (অনিবন্ধিত) ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন আ.খ.ম আখতারুজ্জামান এই অভিযান চালান।

অবৈধ প্রতিষ্ঠানগুলো হলো- জেলা হাসপাতাল রোডের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, ইসলাম ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মণ্ডল ডায়াগনস্টিক সেন্টার।

সিভিল সার্জন আ.খ.ম আখতারুজ্জামান বলেন, সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিনদিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী সোমবার শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।