ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপীনাথপুরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
গোপীনাথপুরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গোপালগঞ্জ: নিরাপদ যান চলাচল নিশ্চিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরের দিকে অভিযান চালিয়ে জেলা সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে ওই মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পর্যায়ক্রমে ওই মহাসড়কের চন্দ্রদিঘলীয়া, বিজয়পাশা, ফুকরাসহ সব বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।  

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন সাহা, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, মো. শিবলী সাদিক, সার্ভেয়ার মো. মামুনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সওজ গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, মহাসড়কে নিরাপদ যান চলাচলের জন্য, কারও ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য নয়। তাই মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে আমাদের উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে চলবে। নিজেদের যানমালের নিরাপত্তা, যানবাহন চলাচলে নিরাপত্তা, পথচারীদের নিরাপত্তার স্বার্থে কেউ যেন মহাসড়কের ঢালে অবৈধ স্থাপনা তুলে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন, সেজন্য সবার প্রতি আহ্বানও রইলো।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ