ঢাকা, শুক্রবার, ২২ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে ৪৭৫ লিটার মদসহ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
শাহজাহানপুরে ৪৭৫ লিটার মদসহ বিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৪৭৫ লিটার চোলাই মদসহ সাইদুল ইসলাম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (৩১ আগস্ট) সকালে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার ভোরে রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনীর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে সাইদুলকে আটক করা হয়। ঘটনাস্থলে আসামির দেহ এবং সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। পরে প্লাস্টিকের বস্তায় ৪৭৫ লিটার দেশি মদ পাওয়া যায়।  অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানায় সে দীর্ঘদিন ধরেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেশি মদ বিক্রি ও সরবরাহ করে আসছিল। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।