ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিউ ইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
নিউ ইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আইজিপি বেনজীর আহমেদ।  

নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।

আর মঙ্গলবার (আগস্ট ৩০) সকালে সেখানে পৌঁছান আইজিপি। দলীয় নেতাকর্মীরা তাদেরকে পৃথকভাবে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

বিমানবন্দরের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল মিয়াসহ অসংখ্য দলীয় নেতাকর্মী।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ থেকেই শুরু হচ্ছে পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ প্রতিনিধি দলে আরও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।