ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

ঢাকা: বাংলাদেশে পুলিশের দুই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও এক উপ মহাপরিদর্শক পদমর্যাদার ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক অ্যান্টি-টেরোরিজম ইউনিটে, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) পুলিশ অধিদপ্তর এবং উপ পুলিশ মহাপরিদর্শক অপরাধ তদন্ত বিভাগ (ঢাকা) জামিল আহমেদকে উপ পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসজেএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।