ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সালথায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
সালথায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে যুবকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় নছিমন উল্টে বিপুল মাতুব্বার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বার) দুপুর ২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মোল্লা বাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামের কবির মাতুব্বারের ছেলে। তিনি সেভেন-আপ কোম্পানির ডিএসআর হিসেবে সালথা-নগরকান্দায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সালথা থেকে নগরকান্দা যাওয়ার সময় ভাওয়াল মোল্যা বাড়ির সামনে রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন উল্টে যায়। এ সময় বিপুল নামের এক যুবক নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নছিমনের ড্রাইভার গুরুতর আহত হন।

ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া বাংলানিউজকে বলেন, এটা একটা সড়ক দুর্ঘটনা। নিহত বিপুলের পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ নেই।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাস বলেন, নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে বিপুল নামে এক যুবকের মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।