ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে চলন্ত ডাম্প ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
সাভারে চলন্ত ডাম্প ট্রাকে আগুন সাভারে চলন্ত ডাম্প ট্রাকে আগুন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় চলন্ত একটি ডাম্প ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটের।  

ফায়ার সার্ভিস জানায়, নবীনগর ট্রাস্ট ব্যাংক সংলগ্ন রাস্তার বিপরীত পাশে মিরপুর-১ থেকে ধামরাইগামী একটি বালুবাহী ডাম্প ট্রাকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধাঘণ্টার ভেতরে আগুন নেভাতে সক্ষম হয়।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আগুন লাগার কারণ হিসেবে পেয়েছি ডাম্প ট্রাকটির ইঞ্জিন অধিক গরম হয়ে গিয়েছিলো। যার কারণে আগুন ধরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকটি সামনের অংশ এবং ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০২২ 
এসএফ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।