ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ ম রেজাউলের গাড়ি বহরে দুর্ঘটনা, ৭ নেতা-কর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
শ ম রেজাউলের গাড়ি বহরে দুর্ঘটনা, ৭ নেতা-কর্মী আহত

পিরোজপুর: নাজিরপুর উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের গাড়ি বহরে থাকা মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রুহিতলা বুনিয়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ফায়েক শেখ নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার বানিয়ারী গ্রামের দেলোয়ার হোসেন (৪২), দিঘীরজান গ্রামের অনুপ মজুমদার (২২), মুক্তার শেখ (৪০), বরইবুনিয়া গ্রামের মামুন শেখ (৩০),  এমাদুল শেখ (৩২), তৌকির আহমেদ শেখ (৩৫), যুগিয়া গ্রামের ফায়েক শেখ (৪৫)।

আহত তৌকির জানান, তারা দুর্ঘটনার শিকার হলে মন্ত্রী নিজেই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসার সব ব্যবস্থাও তিনি করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সেবার কাজে থাকা উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার জানান, বেলা ১১টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকা থেকে সড়ক পথে নাজিরপুরে ফিরছিলেন। তাকে নিয়ে নেতা-কর্মীরা আসার পথে উপজেলার রুহিতলা বুনিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, আহতরা চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমে বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।