ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পোস্তগোলা ব্রিজে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
পোস্তগোলা ব্রিজে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১  

ঢাকা: রাজধানীর পোস্তগোলা ব্রিজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ট্রাকচালক আবুল কালাম (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।  

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। বাবার নাম জাফর মিয়া।

আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা সিএনজি অটোরিকশা চালক মো. বাবু জানান, সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকার দিকে ঢুকছিলেন আবুল কালাম। তখন ঢাকা থেকে কেরানীগঞ্জগামী রাইদা পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। তখন স্থানীয় লোকজন আহত টাকচালককে তার অটোরিকশায় করে হাসপাতালে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা,সেপ্টেম্বর০৯, ২০২২  
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।