ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসির অনিয়ম ও সেবার মানোন্নয়নে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় মৌলভীবাজার জেলা ভোক্তার সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পৌর শহরের উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ওষুধ পাওয়ায় ও সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরকে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।