ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

লন্ডন থেকে: যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ সুবিধা লুফে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে লন্ডনের হোটেল ক্ল্যারিজে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন যুক্তরাজ্যের কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর সভাপতি ও চেলসির লর্ড কারান বিলিমোরিয়া (Lord Karan Bilimoria of Chelsea)।

এ সময় প্রধানমন্ত্রী সিবিআই সভাপতির মাধ্যমে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের এ আহ্বান জানান।

বাংলাদেশে দেশী-বিদেশী বিনিয়োগের সম্ভবনা ও সুযোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রমবর্ধমান স্টার্ট-আপের অবস্থা এবং 'ডিজিটাল বাংলাদেশ' এর কল্যাণে করা বিভিন্ন কাজের কথাও বলেন তিনি। টিকা গবেষণার উন্নয়নে তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে বাংলাদেশের আগ্রহের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া ভবিষ্যতের সম্ভাব্য অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে বের করে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন লর্ড কারান বিলিমোরিয়া। বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শকে সমুন্নত রাখতে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় লর্ড বিলিমোরিয়ার প্রয়াত পিতা ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ফরিদুন বিলিমোরিয়ার (General Faridoon Bilimoria ) অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি। চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে ভারত সফরের সময় ভারতীয় সশন্ত্র বাহিনীর শহীদের প্রতি সম্মান জানাতে তাদের বংশধরদের জন্য বৃত্তি চালুর কথা বলেছিলেন শেখ হাসিনা।

লর্ড বিলিমোরিয়া পারসি বংশশোদ্ভূত প্রথম দক্ষিণ এশীয় যিনি যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে বসেছেন। তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ হিসেবে তিনি বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষার অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে তার পছন্দের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লর্ড বিলিমোরিয়া ব্রিটেনের প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং জীবদ্দশায় রাণীর অন্যন্য সেবা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিস।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমইউএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।