ঢাকা: ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ব্যঙ্গাতœক ছবি এবং তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশের অভিযোগে গ্রেফতার হওয়া মাহাবুব আলম রডিনকে আজ বৃহস্পতিবর আরও ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের বিচারক এসকে তোফায়েল হাসান এ রিমান্ড দেন।
আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার শাখাওয়াৎ হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে রডিনকে আজ আদালতে হাজির করা হয়।
এসময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা সুত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান।
শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ মে র্যাবের একটি দল রাজধানীর ওয়ারির র্যাঙ্কিন স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, জুন ৩, ২০১০
এমআই/এমএমকে/জেএম