ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে গাছ কাটার অভিযোগে কাউন্সিলর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
ঠাকুরগাঁওয়ে গাছ কাটার অভিযোগে কাউন্সিলর আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি বড় মেহগনী গাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার (০৮ অক্টোবর) রাতে শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনী গাছ কাটে ফেলা হয়। পরে রোববার (০৯ অক্টোবর) এলাকাবাসি গাছটি দেখে থানায় খবর দেন। পরে বন বিভাগ গাছটি জব্দ করে। এ বিষয় নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে কাউন্সিলরকে আটক করা হয়।

পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। তার ভিত্তিতে আজ কাউন্সিলরকে আটক করা হয়েছে। আমরাও বিষয়টি তদন্ত করছি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।