সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে পৃথক ঘটনায় ফেনসিডিলের চালান ও গাঁজা জব্দসহ জয়দুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (ইন্সপেক্টর) জাবেদ আহমদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীরের নেতৃত্বে পুলিশ শনিবার (১৫ অক্টোবর) রাতে সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট বসায়। এসময় একটি সিএনজি অটোরিকসায় তল্লাশি চালিয়ে ৩৭৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অপরদিকে, থানা পুলিশের অপর একটি টিম ১৫ অক্টোবর রাত ১২টার দিকে উপজেলার গুয়াবাড়ী (আসামপাড়া) গ্রামে জয়দুল হাসানের ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার জয়দুল হাসান গুয়াবাড়ী আদর্শগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
উভয় ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এনইউ/এসএ