জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যক্ত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাগজানা ইউনিয়নের ইউপি সদস্য নওশাদ আলী বলেন, ওই যুবক স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভাটায় কাজ শেষে ক্লান্ত শরীরে, সন্ধ্যায় তিনি রেললাইনের ওপর বসেছিলেন।
এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘনুটা, অক্টোবর ১৬, ২০২২
আরএ