ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পণ্যবাহী লরিচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক মো. কামাল মিয়া (৪৮) নিহত হয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, সকালে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশাটি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পেছন থেকে আসা একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কামাল মিয়া মারা যান। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও অটোরিকশাটি জব্দ করা হলেও লরির চালক পালিয়ে গেছেন। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে কামালের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসআই