ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বাসচাপায় অসিম কুমার দাস (৪৭) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অসিম কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাসের ছেলে। তিনি বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাস চাপা দিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী অসিম নিহত হন। দুর্ঘটনার পর পর বাসটি পালিয়ে যায়।
ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসআই