ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাচোল উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
নাচোল উপজেলা চেয়ারম্যানকে অপসারণ নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাদের

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাদেরকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।  

রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনজনিত অভিযোগে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধিত ২০১১এর ১৩(১)(খ) ও (গ) ধারায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুব আইরিন স্বাক্ষরিত (১৯/১০/২০২২) প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গত ১৯ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হলেও রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আদেশের কপিটি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত হয়ে জানান আগামীকাল সোমবার থেকে নাচোল উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।
 
এদিকে চেয়ারম্যানের অপসারণের বিষয়টি নাচলে ছড়িয়ে পড়লে অনেকের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে অনেকের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।