ঢাকা: রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে মুনিরা আক্তার (১০) নামে এক শিশু গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনরা ।
রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত মুনিরা আক্তারের বাবার নাম মোসলেউদ্দিন। যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণিতে পড়ত মুনিরা। এক ভাই ও দুই বোনের মধ্যে সে ছিলো সবার ছোট।
শিশুটির বাবা মুসলেউদ্দিন জানান, রাতের খাবার খেতে ডাক দিলে মুনিরা একটু দেরি করছিল। তাই তিনি সামান্য বকা দেন। এরপর সবাই খাবার খেতে বসলেও মুনিরা খাবার টেবিলে আসেনি। সন্দেহ হলে বাথরুমের দরজা ভেঙে দেখা যায়, মুনিরা গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে খুব জেদি এবং অভিমানী ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গলায় ফাঁস দিয়ে শিশুটি মারা গেছে বলে স্বজনরা দাবি করেছে। বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এজেডএস/ইআর