ঢাকা: নকল স্বর্ণের বার, মহামূল্যবান ম্যাগনেট ও কাস্টমসের মালামাল বিক্রির অবৈধ চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি) গোয়েন্দা পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২৩ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নকল স্বর্ণের বার, মহামূল্যবান ম্যাগনেট ও কাস্টমসের মালামাল বিক্রির অবৈধ চক্রকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএমআই/ইআর