ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রমনায় ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই কারবারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
রমনায় ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই কারবারি

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. আলী ও লোকমান হোসেন।

  তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সোমবার (২৪ অক্টোবর) বিকালে ডিবিরি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৩ অক্টোবর) রাত রমনা থানার বারডেম হাসপাতাল এলাকায় ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।