ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড় ধসের শঙ্কায় মানিকছড়িতে খোলা হলো আশ্রয়কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
পাহাড় ধসের শঙ্কায় মানিকছড়িতে খোলা হলো আশ্রয়কেন্দ্র

খাগড়াছড়ি: অতি বৃষ্টির ফলে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় খাগড়াছড়ির মানিকছড়িতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

উপজেলার চার ইউনিয়নে মোট ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

খোলা হয়েছে কন্ট্রোল রুম। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এসময় নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদ উজ জামান, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহাম্মদ শাহনূর আলমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় উপজেলার চার ইউনিয়নে মোট ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরী যোগাযোগের প্রয়োজনে খোলা আছে কন্ট্রোল রুম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুলিশ, চিকিৎসক, যুব রেড ক্রিসেন্ট প্রস্তুত রাখা হয়েছে। আপদকালীণ সময়ে শুকনো খাবারসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।  

দুর্যোগকালীন যেকোনো প্রয়োজনে কন্ট্রোল রুমের নাম্বার ০১৮১৪২৩০০৯৯ ও ০১৫৫০৬০৪৫২৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।