ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপসা নদীর নৌকা বাইচ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
রূপসা নদীর নৌকা বাইচ স্থগিত ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার রূপসা নদীতে শনিবার (২৯ অক্টোবর) নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নৌকা বাইচের আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ আল রশিদ।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মূলত নৌকা বাইচ স্থগিত করা হয়েছে।  উপকূলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মাঝি-মাল্লারা নৌকা নিয়ে এ বাইচে অংশ নেন। ঘূর্ণিঝড় নিয়ে তারা খুব আতঙ্কে ছিল। তাই সব দিক বিবেচনা করে নৌকা বাইচ স্থগিত করা হয়েছে।

মারুফ আল রশিদ বলেন, নভেম্বর মাসের ১৯/২৬ তারিখ শনিবার দুপুর ১টায় রূপসা নদীর কাস্টম ঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত নৌকা বাইচের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সবার সহযোগিতা পেলে খুলনাবাসী উপভোগ করতে পারবেন ১৫তম নৌকা বাইচ।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।