গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শহরে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে টিশার্ট আটকে কিছু দূর ছেঁচড়ে যাওয়ার আরিফ বিশ্বাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোটালীপাড়ার উলাহাটি গ্রামের অলি মিয়া মোটরসাইকেল ভাড়া নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। রাতে রাস্তায় দ্রুত গতিতে বাঁকা-ত্যাড়াভাবে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরিফকে ধাক্কা দেন তিনি। এসময় আরিফের পরনের টিশার্ট বাইকে আটকে যায়। এভাবে তাকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাইকটি। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। খোঁজ মেলেনি মোটরসাইকেলটিরও (বাইক)।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসআই