হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বাঁশ তোলার জন্য পুরাতন কুশিয়ারা নদীতে ডুব দিয়ে নিখোঁজ জেলে গিরিন্দ্র দাসের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত গিরিন্দ্র দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হালারপুর গ্রামের নিমচান দাসের ছেলে।
জানা গেছে, নিহত গিরিন্দ্র একটি জলমহালে কাজ করার জন্য কয়েকদিন আগে আজমিরীগঞ্জে আসেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সুজনী খাল নামক স্থানে পুরাতন কুশিয়ারা নদীর তলদেশ থেকে একটি বাঁশ তোলার জন্য তিনি ডুব দেন। কিন্তু পরবর্তীতে আর ওঠে আসেননি। পরে শুক্রবার ডুবুরি দল নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে বলেন, পাঁচজন জেলে একসঙ্গে ডুব দিয়েছিলেন। চারজন উঠে আসলেও গিরিন্দ্র উঠে আসেননি। শুক্রবার দমকল বাহিনী ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এফআর