নেত্রকোনা: নেত্রকোনায় আমিনুল ইসলাম নামে (২৪) এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নেত্রকোনা পৌর শহরের কৃষিফার্ম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আমিনুল জেলার পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামের তোঁতা মিয়ার ছেলে। তিনি নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় মামার বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল বন্ধুদের নিয়ে মামার বাসা থেকে বের হন। রাতে আর বাসায় ফেরেননি তিনি। সকালে পৌর শহরের কৃষিফার্মে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় জনগণ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের গলায় দড়ি পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আমিনুলের নামেও থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসআই