ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতির দাবি শতকোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
না.গঞ্জে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতির দাবি শতকোটি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে শারমিন জুট বেলার্সের গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে শীতলক্ষ্যা কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত আড়াইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। গোডাউনটি চারজন ব্যবসায়ী ভাড়া নিয়ে পাট মজুত ও রপ্তানি করেন।  

ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনে গোডাউনে থাকা সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে। এতে কোনো হতাহতের খবর নেই।  

গোডাউন ভাড়া নেওয়া চার ব্যবসায়ীর একজন মহসিন কবির দাবি করেন, গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনিসহ সালাম, গোপাল তালুকদার ও গণেশ বাবু এই চার মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুত করে রপ্তানি করতেন। এতে ছিল প্রায় তিন কোটি টাকার পাট। পাশেই আরেক জনের ৩০ কোটি টাকার পাট রয়েছে। গোডাউনে থাকা সবার পাট ও মেশিনারিজসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক শত কোটি টাকার বেশি হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।