নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এসময় লেগুনার চালকসহ আহত হয়েছেন আরও ৫ জন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত নারীর নাম কুলসুম (৫৫)। তিনি আড়াইহাজারের বেগপাড়ার লোকমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক জানান, বিকেলের দিকে ‘রূপসী বাংলা’ নামে একটি বাস মহাসড়কে একটি লেগুনাকে আঘাত করে। এসময় লেগুনার চালকসহ ৫ জন আহত হন এবং ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমআরপি/এসএ