ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
সোনাইমুড়ীতে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২ 

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হান্নান ও পলাশ কুমিল্লা জেলার বাসিন্দা।
    
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী হান্নান ও পলাশকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।