ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেট পড়ানোর কথা বলে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
প্রাইভেট পড়ানোর কথা বলে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে প্রাইভেট পড়ানোর কথা বলে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে (৩৯) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষক খুলনার দৌলতপুর থানার মহেশরপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সরমাকান্দা আদর্শ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। ধর্ষিতা (১৪) একই মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শিক্ষক সাজুর কাছে গত আগস্ট মাস থেকে ১২ জনের একটি ব্যাচের সঙ্গে গণিত ও ইংরেজি প্রাইভেট পড়তে শুরু করে ওই শিক্ষার্থী। কিছু দিন পার হলে শিক্ষক সাজু ওই শিক্ষার্থীকে বলেন যে, সে পড়াশোনায় অনেক পিছিয়ে আছে। তাই প্রতি শুক্রবার তাকে আলাদা করে পড়াতে চান। ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে সেপ্টেম্বর মাসে তাকে প্রথমবার ধর্ষণ করা হয়।

সর্বশেষ ২১ অক্টোবর মেয়েটিকে আবার ফোন করে প্রাইভেট পড়তে ডেকে নেন সাজ্জাদ। সেদিন তাকে পুনরায় ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। ২৭ অক্টোবর রাতে শিক্ষক সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে মাদরাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।