সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাব্বত হোসেন (৩৮) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার গাঁড়াদহ জমিদারপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহাব্বত হোসেন উপজেলার ওই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নির্জন স্থানে আমগাছের ডালে মহাব্বত হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, মরদেহটি উদ্ধারের পর বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘন্টা, অক্টোবর ২৮, ২০২২
ইআর