নীলফামারী: নীলফামারী জেলার চিলাহাটিতে অটোভ্যান উল্টে আব্দুর জব্বার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ভ্যানের চালক ছিলেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে জেলার ডোমার উপজেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ঘটে এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কেতকিবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়ায় কাটা গাছের গুড়ি ভর্তি ভ্যান রাস্তায় ওঠাতে গিয়ে ভ্যানে চাকা বালিতে দেবে যায়। এতে ভ্যানটি উল্টে গিয়ে ঘটনাস্থলে আব্দুর জব্বারের মৃত্যু হয়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এফআর