নরসিংদী: নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শাহ পরান (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহ পরান রায়পুরা উপজেলার বালুয়াকান্দি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরাতন লঞ্চঘাটের সামনে বেড়িবাধ পাঁকা রাস্তার ওপর থেকে শাহ পরানকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পাশে কোমরে থাকা একটি সিংগেল শট পিস্তল জব্দ করা হয়। আর প্যান্টের পকেটে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায পাঁচ রাউন্ড শর্টগানের কাতুর্জ জব্দ করা হয়।
গ্রেফতার শাহ পরানের বিরুদ্ধে রায়পুরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এফআর