ঢাকা: মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন আইজিপি।
তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ-পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নৌ-পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লাখ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ৩ হাজার ৫৮২ জন জেলেকে গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়, যা শেষ হচ্ছে আজ (২৮ অক্টোবর) মধ্যরাতে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসজেএ/এমএমজেড