ঢাকা: ‘তিনপাত্তি গোল্ড’সহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি-কোটি টাকা বিদেশে পাচারের মূলহোতা উল্কা গেমস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামিলুর রশিদসহ ৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, তিনপাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা দেশের বাইরে পাচারের মূলহোতা উল্কা গেমস’র সিইও জামিলুর রশিদসহ ৭ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট ঘটনা ও এ আটকের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান ইমরান খান।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
পিএম/এমজে