ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
নেত্রকোনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা  মাদক রোধে কর্মশালায় আলোচকরা।

নেত্রকোনা: নেত্রকোনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

 

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি হাজি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।

কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে স্ব স্ব অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।