ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘দা বাহিনী’র প্রধান দায়ের কোপেই খুন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
‘দা বাহিনী’র প্রধান দায়ের কোপেই খুন! প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়ায় বাজার এলাকায় নাসির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন।

 

রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
 
এলাকাবাসী জানান, মো. নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত এই দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

সম্প্রতি মো. নাছির উদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছু দিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত নাছিরও দায়ের কোপে খুন হন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. ফরহাদ আলী জানান, এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় এলাকায় অভিযান চালিয়েছে। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা অক্টোবর ৩১, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।