ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিকশাচালকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আকবর (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ঘটনার পর তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে, রোববার (৩০ অক্টোবর) দিনগত রাতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি ভোলা লালমোহন উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। বাবার নাম আব্দুল মালেক হেকিম। পরিবার নিয়ে তিনি কাজলার নতুন রাস্তা কাঠেরপুল এলাকায় থাকতেন।

তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনিপ্রক্রিয়া শেষ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, গত শুক্রবার রাত পৌনে দুইটার দিকে কে বা কারা আকবরকে অচেতন অবস্থায় কাজলা নতুন খালপাড় মসজিদের পাশের রাস্তায় ফেলে যায়। পরিচিতরা দেখতে পেয়ে তাকে তার বাসায় নিয়ে যায়। তখন পরিবারের সদস্যরা আকবরকে বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিনগত রাতে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক কিছু খাইয়ে তার রিকশা ও টাকা-পয়সা নিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় আমরা তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।