ঢাকা: রাজধানী মিরপুরের পল্লবীতে এক হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন নারীও রয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
গ্রেফতাররা হলেন, নোয়াখালী জেলার মুক্তা (৩৫) ও চাদপুর জেলার শাহিন ফকির (২৬)। বর্তমানে তারা রাজধানীর শ্যামলী হাউজিং ও তুরাগ এলাকায় থাকতেন।
ওসি পারভেজ ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে মিরপুর ইনডোর স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজারমূল্য তিন লাখ টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন স্থানে তারা পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এজেডএস/জেডএ