ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
মাদারীপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

মাদারীপুর: মাদারীপুর অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮।

রোববার (৩০ অক্টোবর) রাতে শরিয়তপুর জেলার সখিপুর থেকে তাকে আটক করা হয়।

পরে সোমবার (৩১ অক্টোবর) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক জাহাঙ্গীর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার রাতে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চরফিলিজ বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার তাতে নেতৃত্বে দেন। এ সময় ২৮ কেজি গাজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়। গাড়িতে করে গাঁজা নিয়ে বিভিন্নস্থানে পৌঁছে দিতে কুমিল্লা থেকে এখানে আসেন তিনি।

র‌্যাব আরও জানায়, আটক জাহাঙ্গীর পেশাদার মাদক ব্যবসায়ী এবং তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে হরিনা ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার কার্যক্রম চালিয়ে আসছিলেন। আটকের পরে শরীয়তপুর জেলার সখিপুর থানায় মামলা দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।