ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ঝোপে লুকানো ছিল ৯টি ধারালো অস্ত্র, ২০টি লাঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
সেনবাগে ঝোপে লুকানো ছিল ৯টি ধারালো অস্ত্র, ২০টি লাঠি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (৩০ অক্টোবর) দিনগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, পাঁচটি রামদা, পাঁচটি লোহার রড়, পাঁচটি স্টিলের পাইপ, তিনটি চাপাতি, দশটি কাঠের লাঠি, একটি ছোরা ও একটি হকিষ্টিক।

ওসি ইকবাল হোসেন জানান, পুলিশের নিয়মিত টহলের সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ থামতে বললে তারা একটি বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।