ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় নকল পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
সাটুরিয়ায় নকল পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ:  মানিকগঞ্জের সাটুরিয়া সদর বাজারে অভিযান চালিয়ে অনুমোদনহীন খাদ্যদ্রব্য ও নকল প্রসাধন সামগ্রী বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর)  দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

তিনি বলেন, উপজেলা প্রশাসন সাটুরিয়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে পরিচালিত যৌথ অভিযানে সাটুরিয়া বাজারের চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় অবৈধ ও নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অভিযানে সাটুরিয়া সদর বাজারের রতন স্টোরকে ৭০০০, লাকি স্টোরকে ৫০০০, আদম স্টোরকে ২০০০ ও বিজয় বণিক স্টোরকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।