সিলেট: সুনামগঞ্জের শাল্লায় প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকের পরিবারের হামলায় প্রেমিকার বাবা নিহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর মিয়া (৫৫)। তিনি নারকিলা গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে।
সোমবার (৩১ অক্টোবর) শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নারকিলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও মোতালিব মিয়ার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আগামী ৩ নভেম্বর মোতালিব মিয়ার ছেলে মোতাবিবের অন্যত্র বিয়ে করার কথা ছিল। রোববার সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া তার মেয়ের বিয়ের দাবিতে মোতালিব মিয়ার বাড়িতে অবস্থান নেন। রাত ১২টার দিকে এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদনের পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ঘন্টা, অক্টোবর ৩১, ২০২২
এনইউ/ইআর