ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উইন্টেল পরিচালকের নামে অবৈধ সম্পদ অর্জনের মামলা দুদকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
উইন্টেল পরিচালকের নামে অবৈধ সম্পদ অর্জনের মামলা দুদকের

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে উইন্টেল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক সুকুমার সাহার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩১ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসামি সুকুমার সাহা অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী দুদকে জমা না দেওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন- ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে রেকর্ডপত্রে প্রমাণ হয়েছে।

এছাড়া মোট ২২ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ উক্ত অবৈধ সম্পদ নিজ ভোগদখলে রাখার জন্য এবং নির্ধারিত সময়ে দুদদক, প্রধান কার্যালয়ে তার নামে জারিকৃত সম্পদ বিবরণী ফরম দাখিল করেননি। এ জন্য দুদক আইন- ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় আসামির বিরুদ্ধে সোমবার এ মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।