ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী হয়ে বাবা হত্যার ২৯ বছর পর বিচার পেলেন ছেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
আইনজীবী হয়ে বাবা হত্যার ২৯ বছর পর বিচার পেলেন ছেলে

গাজীপুর: গাজীপুরে এক ব্যক্তিকে হত্যার ২৯ বছর পর সহোদর দুই ভাইকে আমৃত্যু এবং আরও এক ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী এ রায় প্রদান করেন।  

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মাইন উদ্দিন (৬৫) ও কাসেম বেপারী (৬০)। তারা দুজন হত্যার শিকার সুলতান উদ্দিনের (৫৫) ভাই। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন দুলাল উদ্দিন (৫০), আ. মান্নান (৫৫), মাইন উদ্দিন (৬০), সিরাজুল ইসলাম (৬০) ও মো. আজিজুল হক (৬০)। বেকসুর খালাস পেয়েছেন মো. গিয়াস উদ্দিন (৬০)।

নিহত সুলতান উদ্দিন (৫৫) শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার ধনাই বেপারীর ছেলে।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন নিহত সুলতান উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান বাহাদুর।  তিনি জানান, জমিজমা নিয়ে তার বাবা শ্রীপুর উপজেলার সুলতান উদ্দিনের সঙ্গে আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সুলতান উদ্দিন ঘরে বসে তার ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলাপ করছিলেন। সে সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আসামিরা লোকজন নিয়ে ওই ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকেন। তারা সুলতান উদ্দিনকে বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থলেই হত্যা করেন। এ সময় সুলতানের চিৎকার শুনে তার দুই ছেলে মোবারক হোসেন ও আবুল কালাম আজাদ এগিয়ে এলে তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করেন আসামিরা। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে আসামিরা গুলি করতে করতে পালিয়ে যান।

পরের দিন নিহত সুলতান উদ্দিনের ভাই মো. মোতাহার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। ১৯৯৭ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানি ও ১৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামিদের উপস্থিতিতে এই মামলার রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮০৩, অক্টোবর ৩১, ২০২২।  
আরএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।