ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
রংপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

রংপুর: রংপুর রেলস্টেশনে ট্রেনের কাটা পড়ে জাবেদ আলী (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্লাটফর্ম সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত জাবেদ আলমননগর ৩ নম্বর ক্যাম্পের মিয়া হোসেনের ছেলে।

রংপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বাংলানিউজকে জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমাড়ীগামী লোকাল ট্রেনটি রংপুর স্টেশনে প্রবেশ করার পর প্লাটফর্মের কাছেই আবেদ আলী হঠাৎ লাইনের দিকে যান। এ সময় ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এসআই মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি সেখান আকস্মিকভাবে লাইনে গেছেন নাকি ইচ্ছা করেই গেছেন সেটি তদন্ত করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।